পাবনায় ইন্টার্ন নার্সের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

পাবনা জেনারেল হাসপাতালে কর্মরত ইন্টার্ন ও নার্সিং শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত দালাল সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সাদ্দাম। ছবি: সংগৃহীত

পাবনা জেনারেল হাসপাতালে কর্মরত ইন্টার্ন ও নার্সিং শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত দালাল সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে পাবনা সদর উপজেলার ভাড়ারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বিকেলে সাদ্দাম এক রোগীর কাছে অতিরিক্ত টাকা চান। সেসময় একটি বেসরকারি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে তাকে মারধর করেন সাদ্দাম।

পরে সাদ্দামসহ অজ্ঞাত ৪-৫ জন বহিরাগতকে আসামি করে বৃহস্পতিবার পাবনা সদর প্রাইভেট নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজা হোসেন একটি মামলা করেন। 

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থেকেই কর্মবিরতি শুরু করে হাসপাতালে কর্মরত নার্সিং শিক্ষার্থী ও ইন্টার্ন নার্সরা। বৃহস্পতিবার আন্দোলনরত নার্সরা মামলার প্রধান আসামি সাদ্দামকে গ্রেপ্তারসহ ৮ দফা দাবি নিয়ে কঠোর অবস্থানে যায় এবং ৩ দিনের আল্টিমেটাম দেয়। 

ওসি কৃপা সিন্ধু বালা ডেইলি স্টারকে বলেন, 'গ্রেপ্তার সাদ্দাম মারধরের অভিযোগ স্বীকার করেছে এবং হাসপাতালের দালালদের সম্পর্কে অনেক তথ্য দিয়েছে।'

সাদ্দামকে আদালতের মাধ্যমে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Comments