চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে

বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শাহজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম গাউস লেমন। ছবি: সংগৃহীত

বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার বিকেলে মামলার পর আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা গোলাম গাউস লেমন শাহজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলে দ্য ডেইলি স্টারকে জানান শাহজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া।

বগুড়া ডিবি পুলিশের সব-ইন্সপেক্টর আলী জাহান জানান, গতকাল দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার বনানী এলাকায় চেকপোস্ট বসিয়ে লেমনকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

তিনি বলেন, 'আমাদের কাছে তথ্য ছিল, সেজন্য গতরাতে বনানীতে চেকপোস্ট বসানো হয়। এসময় লেমনকে একটি মোটরসাইকেলসহ থামানো হয়। তার কাছে গাড়ির কাগজপত্র কিছুই ছিল না। পরেও দিতে পারেননি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে লেমন স্বীকার করেন যে, সেটি চোরাই মোটরসাইকেল।'

এ ঘটনায় আজ বিকেলে শাহজাহানপুর থানায় লেমনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে ডিবি।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, 'লেমনের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।'

Comments