চাষাঢ়ায় গুলিতে রেস্তোরাঁ ম্যানেজার আহত, ভবন মালিক গ্রেপ্তার
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ভবন মালিকের গুলিতে ওই ভবনের একটি রেস্তোরাঁর ম্যানেজার আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে রেস্তোরাঁর সামনে সড়কের ফুটপাতে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ শফিউর রহমান কাজল (৫৮) শহরের চাষাঢ়ায় 'সুলতান ভাই কাচ্চি' রেস্তোরাঁর মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার)৷
গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত ভবন মালিক আজহার তালুকদারকে (৬৫) আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রেস্তোরাঁর আরেক ব্যবস্থাপক (ম্যানেজার) রিপন সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ভবনের মালিক আজহার তালুকদার উত্তেজিত অবস্থায় হাতে একটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র হাতে রেস্তোরাঁয় ঢোকেন। প্রথমে তিনি আমাকে গালিগালাজ করেন।'
'আমরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে ক্ষিপ্ত আজহার ফাঁকা গুলি ছোড়েন। এরপর তিনি দুটো গুলি করেন আমাদের জেনারেল ম্যানেজার কাজল সাহেবকে। দুটো গুলি পায়ে লাগে,' বলেন তিনি।
আহত শফিউর রহমান কাজলের ভাগনে রেস্তোরাঁর গোডাউন ম্যানেজার মাহমুদ হাসান হৃদয় ডেইলি স্টারকে বলেন, 'পানির লাইন নিয়ে ভবন মালিকের সঙ্গে আমাদের একটা দ্বন্দ্ব ছিল। ভবন মালিক আজহার তালুকদারকে বারবার বলার পরও তিনি পানির লাইন দেননি। পরে আমরা নিজ উদ্যোগে লাইন নিই। সেই লাইন আবার কেটে দেন আজহার। এ নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। তবে এ দ্বন্দ্বের জেরে গুলির ঘটনা ঘটেছে কি না নিশ্চিত নই।'
খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা, সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লাসহ থানা ও ডিবি পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়।
জানতে চাইলে ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, 'একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে এখন পর্যন্ত তথ্য পেয়েছি। যার বিরুদ্ধে অভিযোগ তিনি পুলিশের হেফাজতে আছেন।'
'পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে,' বলেন তিনি।
Comments