স্থায়ী জামিন পেলেন মির্জা ফখরুল-আব্বাস

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস | ছবি: সংগৃহীত

নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ মামলায় ফখরুল ও আব্বাসের জামিন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

একই আবেদনে, ৩ জানুয়ারি হাইকোর্ট তাদের ৬ মাসের আগাম জামিন মঞ্জুর করেন এবং এই মামলায় কেন তাদের স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে একটি রুল দেন।

গত বছরের ৮ ডিসেম্বর পল্টন মডেল থানায় মামলাটি করা হয়। সংঘর্ষে একজন নিহত ও অনেকে আহত হন।

ফখরুল ও আব্বাসকে বিএনপির ঢাকা বিভাগীয় জনসভার এক দিন আগে ৯ ডিসেম্বর ভোররাত ৩টার দিকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের জামিনের আবেদন নাকচ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশের ওপর হামলায় দলীয় নেতাকর্মীদের উসকানি দেওয়ার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Comments

The Daily Star  | English

'Our task is to tell the truth in transparent, compelling way'

Says CA’s press secretary on Trump’s comment on Bangladesh

3h ago