জমি নিয়ে বিরোধ

মুন্সীগঞ্জে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মো. শরিফ ওরফে ফলন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মো. শরিফ ওরফে ফালান নামের এক যুবক (৩০)  নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত শরিফ বাসাইল ইউনিয়নের চর ঘুলঘুলিয়ার বাসিন্দা।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক জানান, ওই এলাকার ২ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকাল সাড়ে ১১টার দিকে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একজন নিহত হন।

পুলিশ জানিয়েছে, কয়েক ঘণ্টা ধরে বিক্ষিপ্ত সংঘর্ষ চলে। তখন ২ পক্ষই টেঁটা ও  ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে কয়েকজন আহত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

Comments