নাফ নদী থেকে ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি।

আজ রোববার ভোর রাতে নাফ নদীর জালিয়ারদিয়া সীমান্তে অভিযান চালিয়ে এসব ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

বিজিবির টেকনাফসহ ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, ভোররাতে টেকনাফের নাফ নদীর জালিয়াদিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান আসবে বলে খবর পায় বিজিবি। এ খবরের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে একটি কাঠের নৌকায় ২ জনকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার নির্দেশ দেন। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা লোকজন পানিতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লশি করে ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ১০ কেজি ওজনের মাছ ধরার জাল জব্দ করা হয়।

আইসসহ জব্দ মালামালের মূল্য ৬ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকার মতো বলে জানান লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

Comments

The Daily Star  | English

Khaleda reaches Gulshan residence amid warm welcome from party supporters

Supporters waved party flags and chanted slogans as the vehicle, with Khaleda seated in the front and her daughters-in-laws

44m ago