বইমেলায় ‘বোমা হামলার হুমকি’ দিয়ে আনসার আল ইসলামের চিঠি
অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়েছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য দাবি করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।
চিঠির প্রেরক নিজেকে মোহাম্মদ সাইফুল বলে পরিচয় দেন। বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল চিঠিটি (বৃহস্পতিবার) বাংলা একাডেমিতে পৌঁছেছে। আমরা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রি করেছি।'
তিনি জানান, গত ২০ ফেব্রুয়ারি খিলগাঁও পোস্ট অফিস থেকে চিঠিটি পাঠানো হয়।
বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা বলেন, 'খামের সিল বিশ্লেষণ করে কোন জায়গা থেকে এটি পাঠানো হয়েছে সেটা আমরা চিহ্নিত করেছি।'
রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) শহীদুল্লাহও দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিঠিটি আরও যাচাই-বাছাইয়ের জন্য সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে।
তিনি বলেন, 'চিঠিটি জঙ্গি সংগঠনটি (আনসার আল ইসলাম) পাঠিয়েছে কি না, তা জানার জন্য আমরা তদন্ত শুরু করেছি।'
এর পরিপ্রেক্ষিতে বইমেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান শাহবাগ থানার ওসি (তদন্ত) মাহফুজুল হক ভূঁইয়া।
Comments