জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৪ ‘সদস্য’ গ্রেপ্তার

রাঙ্গামাটির একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।
গ্রেপ্তার ৪ জন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পটিয়া উপজেলা তাদের গ্রেপ্তারের বিষয়টি আজ বুধবার জানিয়েছে র‌্যাব।

বিষয়টি জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, রাঙ্গামাটির একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে। সংবাদ সম্মেলনে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Comments