তাফসির আউয়ালকে বিদেশ যেতে বাধা কেন অবৈধ নয়: হাইকোর্ট

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে ও ব্যবসায়ী তাফসির মোহাম্মদ আউয়ালকে বিদেশে যেতে বাধা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।
২১ আগস্ট, গ্রেনেড হামলা
ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে ও ব্যবসায়ী তাফসির মোহাম্মদ আউয়ালকে বিদেশে যেতে বাধা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

গত ১ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাফসিরকে যুক্তরাজ্যে যেতে ইমিগ্রেশন পুলিশের বাধা দেওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন এবং শুনানির জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক তাফসির মোহাম্মদ আউয়ালের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের বাধার বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ রুল জারি করেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, তাফসির মোহাম্মদ আউয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে ইমিগ্রেশন পুলিশ তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে।

আদালতে তাফসিরের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

Comments