উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলশিক্ষার্থীর বাবাকে পিটিয়ে আহত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলশিক্ষার্থীর বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এসময় অভিযুক্ত রনি আহমেদ (১৯) ও তার লোকজন অখিল চন্দ্র সরকারের (৪৫) ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হন অন্তত ১০ জন। আহতরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।

শনিবার রাতেই অভিযুক্ত রনি আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন স্কুলশিক্ষার্থীর বাবা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, রাবাইটারী গ্রামের হাছেন আলীর ছেলে রনি ভুক্তভোগী স্কুলশিক্ষার্থীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। শিক্ষার্থীর বাবা এ কথা হাছেন আলীকে জানালে এতে রনি ক্ষিপ্ত হন। শনিবার বিকেলে ওই স্কুলশিক্ষার্থী বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রনি আহমেদ। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এসময় আসামি রনি ও তার সঙ্গে থাকা লোকজন স্কুলশিক্ষার্থীর বাবাকে মারধর করলে, সেখানে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, শনিবার রাতেই স্কুলশিক্ষার্থীর বাবার অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। রনি আহমেদসহ তার সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago