ভূরুঙ্গামারী কাঁঠগীর সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাধা

রাস্তার জন্য গতরাতে মাটি খোঁড়াখুঁড়ির সময় বিএসএফ সদস্যরা বাধা দেয়। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঁঠগীর সীমান্তে বাংলাদেশের ভেতরে পাকা সড়ক নির্মাণে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

এ নিয়ে আজ সোমবার দুপুরে কাঁঠগীর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হয়েছে। 

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ১২টার দিকে সড়ক নির্মাণে বাধা দেওয়ার ঘটনা ঘটে। সেসময় বিজিবিকে সড়ক নির্মাণ বন্ধ রাখার দাবি জানায় বিএসএফ। 

আপাতত ওই সড়কের ২৫০ মিটার অংশে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। 

বিজিবি ও স্থানীয়রা জানায়, ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঁঠগীর সীমান্ত এলাকায় আজিজ ডাক্তারের বাড়ি থেকে মৃত কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। 

এর মধ্যে সীমান্ত লাগোয়া রাস্তার কিছু অংশ খোঁড়াখুড়ি হলে বাধা দেয় বিএসএফ। 

স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী বাবু দ্য ডেইলি স্টারকে জানান, রোববার রাতে সড়কটিতে খোঁড়াখুড়ির কাজ করেছিল ঠিকাদারের লোকজন। সেসময় সীমান্তবর্তী এলাকা কাঁঠগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মাটি খোঁড়ার কাজ শুরু করলে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার বড় গাড়লঝড়া এলকার শালমারা দীঘলটারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা এসে বাধা দেয়। 

ঠিকাদার শাহিন সিকদার ডেইলি স্টারকে বলেন, 'কাঁঠগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সীমান্তের কাছ ২৫০ মিটার সড়ক নির্মাণে বিএসএফ বাধা দিয়েছে। সড়কের বাকি অংশের কাজ চলমান। বিজিবির নির্দেশনা পেলে বিএসএফের আপত্তির ২৫০ মিটার অংশে কাজ শুরু করা হবে। এ নিয়ে কোনো উত্তেজনা নেই।'

ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার ডেইলি স্টারকে বলেন, 'আমার সঙ্গে বিজিবি কর্তৃপক্ষের কথা হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়টি নিয়ে আলোচনা হবে।'

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুর উল হকের ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

তবে, কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া সেল সাংবাদিকদের জানায়, সীমান্তের এ বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি হলে পরবর্তীতে তা সাংবাদিকদের জানানো হবে।

 

Comments

The Daily Star  | English
Bangladesh rubber imports rise 33 percent FY25

Rubber imports rose 33% last fiscal year

Import reliance grows as domestic rubber supply chain faces disruption

15h ago