ডাচ বাংলা ব্যাংক: ৮ ‘ডাকাতের’ ৫ দিনের রিমান্ড

আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
বেসরকারি নিরাপত্তা সংস্থা মানি প্ল্যান্টের এই গাড়িতে করে ডাচ-বাংলা ব্যাংকের টাকা পরিবহন করা হচ্ছিল। ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরায় ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮ 'ডাকাতের' ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শনিবার রাতে ঢাকা, সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এ সময় ডাকাতির সঙ্গে জড়িত মো. সানোয়ার হাসান (২৮), মো. ইমন (৩৩), মো. আকাশ মাদবর (২৫), সাগর মাদবর (২২), মো. বদরুল আলম (৩৩), মো. মিজানুর রহমান (২০), মো. সাইন মিয়া (২৮) ও মো. এনামুল হক বাদশাকে (২৬) গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার সকালে এটিএম মেশিনে টাকা রিফিল করতে যাওয়ার পথে রাজধানীর তুরাগ এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) একটি গাড়ি থেকে এই ডাকাতির ঘটনা ঘটে।

টাকা পরিবহনের দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা সংস্থা 'মানি প্ল্যান্ট' এর কর্মকর্তারা ৪টি ট্রাঙ্কে টাকা নিয়ে মিরপুর ডিওএইচএস থেকে একটি মাইক্রোবাসে করে সাভার ইপিজেডের দিকে যাচ্ছিলেন।

 

Comments