হেফাজতে ৩ নারীকে ‘নির্যাতন’

আদালতের নির্দেশে ৩ পুলিশের বিরুদ্ধে ওসির মামলা

বাবুগঞ্জ থানা
বাবুগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

বরিশালে হেফাজতে ৩ নারীকে নির্যাতনের অভিযোগে ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।

আসামিরা হলেন-বাবুগঞ্জ থানার এএসআই নাসির উদ্দিন, সেকেন্ড অফিসার এসআই মো. খলিলুর রহমান ও পুলিশ কনস্টেবল নিপা রানী বৈদ্য। তাদের বিরুদ্ধে পুলিশ হেফাজতে ৩ নারীকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

গতকাল শনিবার রাতে এ মামলা করা হলেও, আজ রোববার সন্ধ্যায় ওসি মামলার তথ্য নিশ্চিত করেছেন।

গত ১২ মার্চ বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক আটকের পর ৩ নারীকে হেফাজতে নির্যাতনের অভিযোগে ২৪ ঘণ্টার এ মামলা করার  আদেশ দিয়েছিলেন। তবে ১৭ মার্চ পর্যন্ত পুলিশ আদালতের কোনো আদেশ পায়নি বলে দাবি করেছিলেন জেলা পুলিশ সুপার।

মামলা প্রসঙ্গে বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর ডেইলি স্টারকে জানান, আদালতের আদেশে এই মামলা করা হয়েছে। তবে মামলার বিস্তারিত জানাননি তিনি।

এদিকে, মামলার পরও রোববার রাত পৌনে ১০টায় অভিযুক্ত ৩ পুলিশ সদস্য থানায় কর্তব্য পালন করছেন বলে বাবুগঞ্জ থানার ডিউটি অফিসার ডেইলি স্টারকে জানিয়েছেন।

গত ৩ মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ দেহেরগতি গ্রামে রানীর স্কুল সংলগ্ন এলাকায় রাতে লাউডস্পিকার বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ আকাশি বেগম, রাশিদা বেগম ও মালা বেগমসহ ৬ জনকে গ্রেপ্তার করে।

পরে ১২ মার্চ আকাশি বেগম, রাশিদা ও মালা বেগমকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমানের কাছে দেওয়া জবানবন্দিতে তারা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। 

থানা হেফাজতে বাবুগঞ্জ থানার নারী পুলিশ সদস্য নিপা রানী, সেকেন্ড অফিসার ও এএসআই নাসিরসহ কয়েকজন পুলিশ সদস্য তাদের লাঠি দিয়ে পিটিয়েছেন বলে অভিযোগ করেন তারা।

পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের (বাবুগঞ্জ আমলি আদালত) বিচারক মো. নুরুল আমিন সেদিনই অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে একটি মামলা দায়েরের আদেশ দেন।

আদেশে সংযুক্ত একটি প্রতিবেদনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বক্তব্য পর্যালোচনা করে উল্লেখ করা হয়েছে, আকাশি বেগম, রাশিদা বেগম ও মালা বেগমের হাত-মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।

 

Comments

The Daily Star  | English

Jamaat rally begins at Suhrawardy Udyan with cultural programme

The first phase of Bangladesh Jamaat-e-Islami's rally at the historic Suhrawardy Udyan in Dhaka began this morning with a cultural programme

1h ago