প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খানের মামলা

শাকিব খান। ছবি: স্টার ফাইল ফটো

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।

১ লাখ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা দাবি এবং হত্যার হুমকির অভিযোগে এ মামলা করেন তিনি।

শাকিব খানের আইনজীবী মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২৬ এপ্রিল প্রযোজক রহমত উল্লাহকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মামলা করতে আদালতে যান শাকিব খান।

শাকিব খানের বিরুদ্ধে গত সপ্তাহে 'অপারেশন অগ্নিপথ' সিনেমার শিডিউল নিয়ে গড়িমসি, ছবির শুটিং না হওয়ায় ক্ষতিপূরণ দাবি এবং সহপ্রযোজক এক নারীকে 'ধর্ষণের' অভিযোগ এনে চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের কাছে লিখিত অভিযোগ দেন সহ–প্রযোজক রহমত উল্লাহ।

শাকিব খানের সঙ্গে 'অপারেশন অগ্নিপথ' ছবিটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্টেক্স মিডিয়ার চুক্তি হয়। আর ভার্টেক্স মিডিয়ার সঙ্গে সহ–প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয় সিনেফ্যাক্ট, যার মালিকানায় আছেন মাহিন আবেদীন, রহমত উল্লাহ ও অস্ট্রেলীয় এক নারী।

Comments

The Daily Star  | English

6 killed, 37 injured in road crashes across 5 districts

The accidents took place in Sherpur, Narsingdi, Brahmanbaria, Faridpur, and Gopalganj today

8m ago