ট্রাম্পের বিরুদ্ধে মামলার কার্যক্রম বন্ধের চেষ্টা

ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপির সৌজন্যে

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফেডারেল আদালতে দায়ের হওয়া ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে আলোচনা করছেন মার্কিন বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ।

আজ বৃহস্পতিবার সিবিএস নিউজের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার কার্যক্রম পরিচালিত না করার একটি দীর্ঘস্থায়ী নীতি রয়েছে।

বর্তমানে ট্রাম্পের পক্ষে একাধিক মামলায় লড়ছেন স্মিথ। এরমধ্যে সরকারি গোপন নথির অপব্যবহার এবং ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হারের পর ফল পাল্টে দেওয়ার প্রচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে।

Comments

The Daily Star  | English

Push-ins from India cross 1,000

Bangladesh alleges human rights violations

1h ago