উপজেলা পর্যায়ে ইউএনওর নিরঙ্কুশ ক্ষমতা অসাংবিধানিক: হাইকোর্ট

উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। এই ধারা অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন।
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। এই ধারা অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন।

আজ বুধবার হাইকোর্টের এই রায়ের পর উপজেলা প্রশাসন পরিচালনায় ইউএনও নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না।

উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারাকে চ্যালেঞ্জ করে ২০২১ সালে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই রায় দেন।

Comments