‘ইউএনওর নির্দেশে’ খুঁটিতে বাঁধা হলো পল্লী বিদ্যুতের কর্মচারীকে

খুঁটির সঙ্গে বাঁধা পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান ইকবাল হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে জামালপুরের দেওয়ানগঞ্জে সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়া পল্লী বিদ্যুতের এক কর্মচারীকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে দেওয়ানগঞ্জের ইউএনও শেখ জাহিদ হাসানের আবাসিক কোয়ার্টারের পাশে আনসার ব্যারাকে এই ঘটনা ঘটে।

এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

চুয়াল্লিশ সেকেন্ডের ওই ভিডিওতে পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান ইকবাল হোসেনকে বলতে শোনা যায়, 'আমাকে বাঁধবেন না। কি কারণে বেঁধে রাখবেন আমাকে? আমাকে অফিস বলছে, তাই আমি আসছি।'

পরে একজন আনসারকে খুঁটি থেকে তার বাঁধন খুলে দিতে দেখা যায়।

ইকবালের ভাষ্য, বকেয়া বিল পরিশোধ না করায় পল্লী বিদ্যুতের এজিএম (সহকারী মহাব্যবস্থাপক) শেখ ফরিদ তাকে আনসার ব্যারাকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। সে অনুসারে সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আনসার সদস্যরা তাকে বাধা দেন।

ইকবালের অভিযোগ, পরে ইউএনও জাহিদ হাসানের সঙ্গে মোবাইলে তার কথা হয়। কথা শেষ হওয়ার পর ইউএনওর নির্দেশেই আনসার সদস্যরা তাকে খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন।  

পল্লী বিদ্যুতের দেওয়ানগঞ্জ জোনাল অফিসের এজিএম মো. শেখ ফরিদ জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আর এ ব্যাপারে ইউএনও জাহিদ হাসানের দাবি, ইকবালকে বেঁধে রাখার নির্দেশ তিনি দেননি। তিনি ছুটিতে ছিলেন। বিষয়টি তিনি পরে জেনেছেন।

ইউএনও বলেন, 'যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।'

Comments

The Daily Star  | English

Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

"The chief adviser said he wants to hold the election between December and June"

3h ago