রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরির অভিযোগে গ্রেপ্তার ২, তামার তার জব্দ
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তার চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ১২০ কেজির বেশি তামার তার, তারের কাটার ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন-মোংলার মিঠাখালী এলাকার মো. মহিদুল শেখ (২৬) ও রামপালের কাদিরখোলা এলাকার হাসিবুর শেখ (২৫)।
রোববার সকালে বিদ্যুৎকেন্দ্রের সিনেপ্লেক্স এলাকায় আনসার ব্যাটালিয়নের অভিযানে তাদের আটক করা হয়।
৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করে তাদের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ নিয়ে গত ১১ মাসে ৫৫টি অভিযানে ৪৬ জন চোরকে আটক করা হয়েছে এবং ৬৬ লাখ ৬২ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন উদ্ধার করে রামপাল থানা পুলিশ। ওই ঘটনায়ও ৪ জনকে গ্রেপ্তারও করা হয়েছিল।
Comments