চায়ের কাপ দিয়ে এসআইয়ের মাথায় আঘাত করে পালাল আসামি

ব্রাহ্মণবাড়িয়ায় চায়ের কাপ দিয়ে পুলিশের উপপরিদর্শকের মাথায় আঘাত করে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামি পালিয়ে গেছে।
আহত উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম | ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় চায়ের কাপ দিয়ে পুলিশের উপপরিদর্শকের মাথায় আঘাত করে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামি পালিয়ে গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আহত পুলিশ কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পাশে একটি চায়ের দোকানে গত রাতে এই ঘটনা ঘটে। সাইফুল শহরের উত্তর মৌড়াইল এলাকার আনু মিয়ার ছেলে ইয়াছিনকে ধরতে গিয়ে আহত হন।

রেজা জানান, ইয়াছিন মাদক, ডাকাতিসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি। তাকে ধরতে গিয়েছিলেন সাইফুল। সে সময় ইয়াছিন তার হাতে থাকা চায়ের কাপ দিয়ে সাইফুলের মাথায় ও মুখে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Comments