চমেক হাসপাতালে পুলিশ হেফাজত থেকে পালালেন আসামি

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে পালিয়েছেন এক আসামি।
চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে পালিয়েছেন এক আসামি।

তিনি গতকাল রোববার সন্ধ্যায় পালালেও আজ সোমবার বিকেল পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, পতেঙ্গা এলাকায় সংঘর্ষে জড়িত থাকার মামলায় রোববার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের কুতুবদিয়ার বাসিন্দা হাফিজ আল আসাদকে (২৬) গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ। গ্রেপ্তারের সময় ছুরিকাঘাতের কারণে তার হাত থেকে রক্ত পড়ছিল।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ নুর বলেন, 'আমরা তাকে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠাই। বিকেলে তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটারে পুলিশের প্রবেশের অনুমতি নেই। তাই পুলিশ বাইরে ছিল। কিন্তু আসাদ পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।'

ওসি আরও বলেন, 'আমরা তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি। তাকে মানবিক কারণে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছিলাম। কিন্তু এখন তিনি আমাদেরকেই সমস্যায় ফেলে দিলেন।'

'এই ব্যাপারে দায়িত্বরত পুলিশ সদস্যদের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে', যোগ করেন তিনি।

যোগাযোগ করা হলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, 'রোগীকে ৩ জন পুলিশ সদস্য হাসপাতালে নিয়ে আসেন এবং তারা অপারেশন থিয়েটারের দরজার সামনে অবস্থান করছিলেন। আমি জানি না কীভাবে রোগী পুলিশ সদস্যদের চোখকে ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেলেন।'

Comments