হত্যা মামলায় রানা প্লাজার মালিকের জামিন মঞ্জুর

rana plaza collapsed
২০১৩ সালে সাভারে ধসে পড়া রানা প্লাজার দৃশ্য। এএফপি ফাইল ফটো

সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোহেল রানাকে কেন জামিন দেওয়া হবে না, এ নিয়ে এক রুলের শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ একটি হত্যা মামলায় তাকে জামিন দেন।

সোহেল রানার আইনজীবী মো. কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের আদেশে এখন পর্যন্ত তার মক্কেলের কারাগার থেকে মুক্তি পেতে কোনো আইনি বাধা নেই।

তিনি আরও বলেন, সরকার যদি জামিন আদেশ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করে এবং পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ স্থগিত হলে সোহেল রানা জেল থেকে বের হতে পারবেন না।

জামিন আবেদনের বিরোধিতা করে শুনানিতে অংশ নেওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করবে।

আইনজীবী কামরুল বলেন, সোহেল রানা রানা প্লাজার মালিক নন। তার বাবা আব্দুল খালেক রানা প্লাজার জমিটি কিনেছিলেন। তিনিই রানা প্লাজার মালিক।

২০১৩ সালে রানা প্লাজা ধসে পড়ে অন্তত ১ হাজার ১৩৬ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় হওয়া মামলায় ৪১ আসামির একজন সোহেল রানা। সোহেল রানার বাবাসহ তিন জন এরই মধ্যে মারা গেছেন।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago