রংপুরে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বাদী গ্রেপ্তার

গ্রেপ্তার শিপলু রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাজহাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ছবি: সংগৃহীত

রংপুরে যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নানসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার বাদী জাকারিয়া আলম শিপলুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শিপলু রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাজহাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জমি দখলের একটি মামলায় গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর নগরীর দর্শনা মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ শনিবার দুপুর ২টার দিকে তাকে আহসানুল হক রানার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এসব তথ্য জানান।

ওসি আরও জানান, শিপলু জমি দখল, চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামি।

পলাতক হওয়ায় পরও তিনি রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে অধীনে একটি প্রতিবেদন প্রচারের জন্য বুধবার যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

এ মামলার প্রতিবাদে রংপুরের সাংবাদিক সমাজ এ মামলার প্রতিবাদ করে গত বৃহস্পতিবার রংপুরে প্রেসক্লাবে সামনে মানববন্ধন করে ও অবিলম্বে শিপলুকে গ্রেপ্তারের দাবি জানান।

 

Comments