জমি নিয়ে বিরোধ

বড় ভাই-ভাবি-ভাতিজার পিটুনিতে ছোট ভাই নিহত

গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই, ভাবি ও ভাতিজার পিটুনিতে ছোট ভাই নিহত হয়েছেন।
গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স
গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই, ভাবি ও ভাতিজার পিটুনিতে ছোট ভাই নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের দস্যুনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, নিহত সাজ্জাদ হোসেন সাজুর (৩৮) সঙ্গে একটি জমি নিয়ে গত কয়েকদিন ধরে বড় ভাই ইসমাইল হোসেনের (৫০) বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার সকালে ওই জমিতে মাটি ভরাটের কাজ করছিলেন সাজু। এ সময় ভাই ইসমাইল, ভাবি কোহিনুর ও তাদের ছেলে সেখানে এসে বাঁধা দেয়। 

তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ভাই, ভাবি ও ভাতিজার পিটুনিতে গুরুতর আহত হন সাজু।

প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

Comments