সাতকানিয়ায় দুর্বৃত্তের হামলায় শিশুসহ ২ জন গুলিবিদ্ধ

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের গাটিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তের হামলায় শিশুসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের গাটিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সৈয়দ কামরুল ইসলাম (৫১) ও ৬ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়। 

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত গাটিয়াডাঙ্গা এলাকায় এসে নির্বিচারে গুলি চালিয়ে কয়েক মিনিটের মধ্যে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে যে হামলাকারীরা স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে দ্য ডেইলি স্টার নিরপেক্ষ সূত্র থেকে তাদের রাজনৈতিক পরিচয় যাচাই করতে পারেনি।

এসপি শফিউল্লাহ ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এ হামলা করেছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।'

দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এসপি বলেন, 'দুর্বৃত্তরা দুর্বৃত্ত। আমরা তাদের রাজনৈতিক পরিচয় দেখি না।'

তিনি আরও বলেন, 'হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।'

গুলিবিদ্ধ দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানিয়েছেন।

Comments