চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাসীদের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

রোববার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চন্দ্রনারায়ণপুর গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ চলে।
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। 

আজ রোববার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চন্দ্রনারায়ণপুর গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ চলে।  

সংঘর্ষে নিহত জিয়ারুল ইসলাম (৩৮) ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে চন্দ্রনারায়ণপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে আজ রোববার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। 

সংঘর্ষে বেশ কিছু ককটেল বিস্ফোরণ হয়। পিঠে ককটেলের স্প্লিন্টার বিঁধে গুরুতর আহত হন জিয়ারুল। 

স্থানীয়রা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

ওসি সাজ্জাদ হোসেন জানান, ওই এলাকায় দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে আজ দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে জিয়ারুল নিহত হন। 

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান তিনি।

Comments