বগুড়া

ডাকঘরের অফিস সহকারীকে হত্যা করে ডাকাতির অভিযোগ

পোস্ট মাস্টার রাকিব বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ডাকঘরের ২ নৈশপ্রহরীকে ঈদের ছুটি দেওয়ায় অফিস সহকারী প্রশান্তকে প্রহরার দায়িত্ব দেওয়া হয়।’
ডাকঘরে ডাকাতি
বগুড়ার সাতমাথায় জেলার প্রধান ডাকঘরের অফিস সহকারীকে হত্যা করে ডাকঘরের ভল্ট ভেঙে ডাকাতির অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

বগুড়ার সাতমাথায় জেলার প্রধান ডাকঘরের এক অফিস সহকারীকে হত্যা করে ডাকঘরের ভল্ট ভেঙে ডাকাতির অভিযোগ উঠেছে।

নিহত অফিস সহকারী প্রশান্ত কুমার আচার্য (৪৮) বগুড়ার শাহজাহানপুর উপজেলার উত্তর বেজোড়া গ্রামের বাসিন্দা।

পোস্ট মাস্টার রাকিব বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডাকঘরের ২ নৈশপ্রহরীকে ঈদের ছুটি দেওয়ায় অফিস সহকারী প্রশান্তকে প্রহরার দায়িত্ব দেওয়া হয়।'

'ডাকাতরা ভল্ট ভেঙে টাকা নিয়ে গেছে। তবে কত টাকা নিয়ে গেছে তা এখনো জানা যায়নি,' যোগ করেন তিনি।

এই ঘটনায় প্রশান্তের ছোটভাই গোবিন্দ আচার্যকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

ডাকঘর কৰ্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে সব নৈশপ্রহরী বাড়ি গেলে অফিস সহকারী প্রশান্ত গতরাতে দায়িত্ব পালন করছিলেন। গতরাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে।

সূত্র মতে, ডাকঘরের মূল ফটকের তালা ভেঙে প্রশান্তের মাথায় আঘাত করে তারপর ভল্ট ভাঙার চেষ্টা করে দুর্বৃত্তরা। তার মাথায় আঘাতের চিহ্ন আছে। আজ সকালে প্রশান্তের ভাই গোবিন্দ বিষয়টি প্রথমে পুলিশকে জানায়।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, 'অফিস সহকারীকে হত্যা করে ডাকঘরে ডাকাতির চেষ্টা করা হয়েছে। কেন এই ঘটনা ঘটলো এবং কিভাবে ঘটলো তা জানতে পুলিশের একাধিক টিম এখানে কাজ করছে।'

Comments