ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ইউএনবি প্রতিবেদক জাহাঙ্গীরকে আত্মসমর্পণের নির্দেশ

‘মামলার অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ইউএনবির বিশেষ প্রতিবেদক মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে জাহাঙ্গীরকে হয়রানি বা গ্রেপ্তার না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এ আদেশ দেন।

জাহাঙ্গীরের আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাঙ্গীরের আগাম জামিনের আবেদনের শুনানি শেষে বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

মেসেঞ্জারে তাদের গ্রুপ ডিসকাশনে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে জাহাঙ্গীরসহ আরও কয়েকজনের বিরুদ্ধে গত ১৪ এপ্রিল রাজধানীর হাতিরঝিল থানায় এ মামলা করে পুলিশ।

মামলা প্রসঙ্গে জাহাঙ্গীর বলেন, 'মামলার অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। একজন সাংবাদিক হিসেবে আমি সব সময়ই দায়িত্ব ও পেশাদারিত্বের সঙ্গে আমার দায়িত্ব পালন করি। আমার মনে হয় একটি স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমাকে এই মামলায় ফাঁসিয়েছে।'

Comments