মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলিম উদ্দিন গ্রেপ্তার

২০১৭ সালের ১০ এপ্রিল আদালত তাকে যাবজ্জীবন সাজার রায় দেন।

গাজীপুরের শ্রীপুর থেকে মানবতাবিরোধী অপরাধ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলিম উদ্দিনকে (৮৫) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট।

রোববার সকাল সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলিম উদ্দিনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার সাদুয়া গ্রামে।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের পরিদর্শক মো. ফজলে রহমান বলেন, যুদ্ধাপরাধী আলিম উদ্দিন গফরগাঁও উপজেলার পাগলা থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ শ্রীপুরের কাওরাইদে তার অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়। পরে শ্রীপুর উপজেলার কাওরাইদের বেলদিয়া গ্রামে তার মেয়ের বাড়িতে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট, ময়মনসিংহের গফরগাঁও এবং গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। ওই মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ১০ এপ্রিল আদালত তাকে যাবজ্জীবন সাজার রায় দেন।

Comments