সাবেক চসিক মেয়র নাছিরসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বিটিআরসি, গণঅভ্যুত্থান,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক মন্ত্রী, মেয়র, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

আজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ প্রসিকিউশনের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে এই আদেশ জারি করেন।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে আছেন— সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন ফরহাদ।

Comments

The Daily Star  | English
Health Sector Reform Commission submits report to Yunus

Health Sector Reform Commission submits report to Yunus

Calls for constitutional obligation of primary healthcare

1h ago