উখিয়ায় ক্যাম্প থেকে অস্ত্রসহ ‘আরসা কমান্ডার’ গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ আরসার অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ জুবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ বুধবার ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ আমির জাফর।
তিনি বলেন, আটক জুবায়ের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর শীর্ষ কমান্ডার। হত্যা, অপহরণ ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছা্লে পুলিশের উপস্থিত টের পেয়ে দুষ্কৃতিকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এ সময় একজনকে আটক করে পুলিশ। জব্দ করা হয় ৪টি দেশিয় বন্দুক, ৩২ রাউন্ড গুলি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, গ্রেপ্তারকৃত জুবায়েরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
Comments