ইকোপার্কের একমাত্র চিত্রা হরিণটি জবাই করে খেয়ে ফেলল দুর্বৃত্তরা

শেরপুরের মধুটিলা ইকোপার্কের মিনি চিড়িয়াখানায় মাত্র একটি চিত্রা হরিণ ছিল। সেটিও চুরি করে খেয়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আজ কারাগারে পাঠানো হয়েছে।
ফাইল ছবি

শেরপুরের মধুটিলা ইকোপার্কের মিনি চিড়িয়াখানায় মাত্র একটি চিত্রা হরিণ ছিল। সেটিও চুরি করে খেয়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আজ কারাগারে পাঠানো হয়েছে।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ে অবস্থিত ৩২৩ একর আয়তনের ইকোপার্কের চিড়িয়াখানায় চিত্রা হরিণটি ছিল। রোববার রাতে সেটি চুরির পর জবাই করে খেয়ে ফেলে দুর্বৃত্তরা।

সোমবার ভোরে বিষয়টি টের পেয়ে বনবিভাগের কর্মীরা তদন্ত শুরু করেন। পরে একটি পুকুর থেকে হরিণটির চামড়া উদ্ধার করা হয়।

বনবিভাগ জানায়, চিড়িয়াখানায় আগে দুটি হরিণ ছিল। কিছুদিন আগে একটি হরিণের মরদেহের কিছু অংশ পাওয়া যায় ইকোপার্কের ভেতরে।

বন কর্মকর্তাদের ভাষ্য, ওই হরিণটিকে শিয়াল খেয়েছে ।

তারা বলেন, রোববার রাতে দ্বিতীয় হরিণটি চুরি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার বিকেলে বাতকুচি বাজার থেকে বাদশা মিয়া নামের একজনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে একটি পুকুর থেকে হরিণের চামড়া উদ্ধার করা হয়।

রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, 'প্রাপ্তবয়স্ক ওই হরিণটির ওজন ছিল প্রায় ৫০ কেজি। এ ঘটনায় আজ তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।'

Comments