অর্থ আত্মসাৎ মামলায় গ্রামীণ টেলিকমের পরিচালক পারভিন মাহমুদের জামিন

গ্রামীণ টেলিকমের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন কোম্পানিটির পরিচালক পারভিন মাহমুদ।
তিনি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত আদালত জামিন মঞ্জুর করেন।
গত ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১-এ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পারভিন মাহমুদসহ ১২ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।
মামলার নথি অনুযায়ী, গ্রামীণ টেলিকম চেয়ারম্যান এবং বোর্ডের সদস্যরা অর্থ আত্মসাতের জন্য পরস্পর যোগসাজশ করে একটি জাল চুক্তিকে আসল হিসেবে দেখান যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অপরাধ। গত বছরের ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত ১৫৬ জন কর্মচারীর মধ্যে প্রায় ৩৬৪ কোটি টাকা লভ্যাংশ বিতরণ করা হয়। তবে গত বছরের ১৭ মে থেকে ৩০ মে পর্যন্ত ডাচ-বাংলা ব্যাংকের অন্য অ্যাকাউন্টে প্রায় ২৬ কোটি ২২ লাখ টাকা স্থানান্তর করা হয়।
মামলায় আরও বলা হয়েছে, 'কর্মচারীদের কাছ থেকে কোনো লিখিত বা মৌখিক অনুমোদন ছাড়াই অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হয়েছিল। সেই অ্যাকাউন্ট থেকে, কর্মচারী, ইউনিয়ন নেতা এবং আইনজীবীদের ব্যক্তিগত অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হয়েছিল।'
দুদকের অভিযোগ, আইনজীবীদের ফি হিসেবে প্রায় এক কোটি টাকা এবং বাকি টাকা কর্মচারী, ইউনিয়ন নেতা ও আইনজীবীরা আত্মসাৎ করেছেন।
Comments