নাইকো দুর্নীতি মামলা: অভিযোগ গঠন বিষয়ে খালেদার আবেদনের শুনানি ১৬ জুলাই

গত  ১৯ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার শুরু হয়।
খালেদা জিয়ার জামিন স্থগিত
খালেদা জিয়া। ফাইল ছবি

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে নিম্ন আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানির জন্য আগামী ১৬ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট।

খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী আজ মঙ্গলবার আদালতের কাছে সময় চাওয়ার পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ দিন ধার্য করেন।

গত ১৭ মে মামলায় অবৈধভাবে অভিযোগ গঠন করা হয়েছে মর্মে বিএনপি চেয়ারপারসন তার আইনজীবী কায়সার কামালের মাধ্যমে হাইকোর্টে ট্রায়াল কোর্টের আদেশ বাতিল করার জন্য রিভিশন পিটিশন দাখিল করেন।

গত  ১৯ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার শুরু হয়। মামলায় খালেদাসহ ৮ জনকে আসামি করা হয়।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে কানাডিয়ান কোম্পানি নাইকোকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন চুক্তি দেওয়ার ক্ষমতার অপব্যবহারের অভিযোগে খালেদা ও আরও কয়েকজনকে অভিযুক্ত করে দুদক ২০০৭ সালের ৯ ডিসেম্বর মামলাটি করে।

Comments