বীরের রক্তস্রোত যেন বৃথা না যায়: খালেদা জিয়া

khaleda zia
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, 'আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে—নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে।'

সবাইকে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আসুন, আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি; কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে বাস্তবায়িত করি।'

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের তালিকা প্রস্তুত করার দাবি জানিয়ে তিনি বলেন, 'দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।'

তিনি আরও বলেন, 'জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বতাকে রক্ষা করতে হবে যেকোনো মূল্যে।'

'বীরের এই রক্তস্রোত ও মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে।'

বিএনপি চেয়ারপারসন বলেন, ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে ও সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়ার।

'এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা ও আহতদের সমবেদনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে।'

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আরও বলেন, 'দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার, নির্যাতন-গ্রেপ্তার, হত্যা, গুম, খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস এবং একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী লীগ শাসকগোষ্ঠী।'

Comments

The Daily Star  | English

Consensus reached on election commission formation: Ali Riaz

"This was an extremely fruitful discussion and a historic moment"

16m ago