সাংবাদিক নাদিম হত্যা

র‍্যাবের মিডিয়া সেন্টারে চেয়ারম্যান বাবু

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যায় গ্রেপ্তার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আনা হয়েছে।
সাংবাদিক নাদিম হত্যায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান বাবুকে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আনা হয়েছে। ছবি: স্টার

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যায় গ্রেপ্তার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আনা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তাকে সেখানে আনা হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‍্যাবের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি থেকে বাবুকে আটক করা হয়।

সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

Comments