সাংবাদিক নাদিম হত্যা: আদালতে বাবু চেয়ারম্যানের স্বীকারোক্তি

৫ দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।
মাহমুদুল আলম বাবু। ছবি: সংগৃহীত

সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি এবং সদ্য বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আদালতে।  

৫ দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।

বাদিপক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ। বিকেলে ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করেন। এ সময় বাবু চেয়ারম্যান সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

জবানবন্দি শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

 

Comments