প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেপ্তার

‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে আরিফকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু অবমাননাকর মন্তব্য করতে শোনা গেছে।’
স্টার অনলাইন গ্রাফিক্স

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে অবমাননা করার অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল রোববার রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে মো. আরিফ (২৬) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি বাঁশখালী উপজেলার শেখেরখিল গ্রামের বাসিন্দা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে আরিফকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু অবমাননাকর মন্তব্য করতে শোনা গেছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার ভিত্তিতে পুলিশ শেখেরখিল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।'

আরিফের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে হাজির করা হবে।'

Comments