অপরাধ ও বিচার

যুবলীগ নেতার বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগ

এ ঘটনায় এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

মৌলভীবাজারে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগে যুবলীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

তবে এ ঘটনায় এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আসামিরা হলেন- কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছালিক বক্স, মানগাঁও গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে হাসানুল বারী সানী (৩৫) ও সোনাপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে মো. সাইফুর রহমান (৩২)।

পুলিশ জানায়, ঈদের দিন মৌলভীবাজার শহরে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান ওই নারী। তাকে বাসায় রেখে আত্মীয় বাজারে গেলে ফাঁকা বাসায় ছালিক বক্স সহযোগীদের নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ছালিক বক্স ও হাসানুল বারী সানী ওই নারীকে ধর্ষণ করেন এবং সাইফুর রহমান ধর্ষণে সহায়তা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা ওই নারীর বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তারা ২ লাখ দাবি করেন। ভয়ভীতি দেখিয়ে ইতোমধ্যে তারা ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল সোমবার ওই নারী বাদী হয়ে মামলা করেছেন। মামলার আসামিদের ধরতে অভিযান চলছে।'

Comments