ভারতে পাচারের সময় বেনাপোল থেকে ৩০ স্বর্ণের বার জব্দ

বিজিবি সদস্যরা পাচারকারীদের ধাওয়া করলে পাচারকারীরা একটি গামছায় মোড়ানো বারগুলো ফেলে পালিয়ে যায়।
ছবি: সংগৃহীত

ভারতে পাচারের সময় বেনাপোল থেকে ৩০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা।

আজ মঙ্গলবার সকালে দৌলতপুর সীমান্তের বটতলা এলাকায় বিজিবি সদস্যরা পাচারকারীদের ধাওয়া করলে পাচারকারীরা একটি গামছায় মোড়ানো বারগুলো ফেলে পালিয়ে যায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, সন্দেহভাজন দুজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া করলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। 

পরে ওই মোটরসাইকেলে থাকা একটি গামছায় বাঁধা স্বর্ণের বারগুলো পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Comments