জামালপুর

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বিজিবি সদস্য গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

গতরাতে বিজিবি সদস্য শফিকুল ইসলামকে আসামি করে মাদারগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন ওই নারী।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাতে মামলা হওয়ার পর শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার মো. হযরত আলীর ছেলে।' 

মামলার এজাহারে বলা হয়, ১৫ আগস্ট রাতে ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করেন শফিকুল। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন।  

ওসি আরও জানান, আজ দুপুরে শফিকুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments