সাভারে গ্রেপ্তার সেই যুব মহিলা লীগ নেত্রীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

মেহনাজ মিশুকে আটকের পর ‘শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে’ গতকাল রাতে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সাভারে গ্রেপ্তার সেই যুব মহিলা লীগ নেত্রীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মেহনাজ মিশু | ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে গ্রেপ্তার ঢাকা জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহনাজ মিশুর (৩৫) ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

আজ রোববার দুপুর ১২টার দিকে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করার পরে ওই মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে মেহনাজ মিশুকে আদালতে পাঠানো হয়েছে। এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।'

ঢাকার সাভারে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ১৫ বছর বয়সী এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ কয়েকটি অভিযোগে গতকাল দুপুরে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে ঢাকা জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহনাজ তাবাসসুম মিশুকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

সংগঠন থেকে বহিষ্কার

মেহনাজ মিশুকে আটকের পর 'শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে' গতকাল রাতে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

Comments