সাভার

ঘরে পড়ে ছিল সাবেক স্কুল শিক্ষকের হাত-পা বাঁধা মরদেহ, পাশে চিরকুট

ঢাকার সাভারে নিজ বাড়ি থেকে সাবেক এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার সাভারে নিজ বাড়ি থেকে সাবেক এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার বিকেল ৩টার দিকে সাভার পৌরসভার ভাটপাড়া মহল্লা থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত গোলাম কিবরিয়া ভাটপাড়া মহল্লার মৃত শুকুর মুন্সির ছেলে। 

স্থানীয়রা জানান, দুপুরে ওই শিক্ষকের ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এসময় তার হাত-পা বাঁধা এবং গলায় গামছা পেঁচানো ছিল। তাৎক্ষণিক খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এসময় মরদেহের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয় বলে জানান স্থানীয়রা।

নিহতের ভাই আপেল মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভাই সাভার রেডিও কলোনি মডেল স্কুল ও বিএফ শাহীন কলেজে শিক্ষকতা করতেন। অবসরের পর থেকে তিনি বাড়ির একটি কক্ষে থেকে সেখানেই শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।'

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ডেইলি স্টারকে বলেন, 'আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সিআইডির একটি টিম এসেছে, তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।' 
 

Comments