নারায়ণগঞ্জে ‘আধিপত্য বিস্তারে’ ধারালো অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর, কারাগারে ২৯

গ্রেপ্তার ২৯ জনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় গত শনিবার রাতে অর্ধশত তরুণের একটি দল লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে প্রায় আধ ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। 

এ সময় এক পুলিশ কর্মকর্তা, একজন রিকশাচালকসহ অন্তত ১২ জন আহত হয়।

পুলিশ বলছে, ওই এলাকায় 'আধিপত্য বিস্তারকে' কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

ওই ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। মামলার পর ২৯ জনকে গ্রেপ্তার করে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে প্রায় অর্ধশত কিশোর ও তরুণের একটি দল হামলা মাসদাইরের ঈদগাহ রোড দিয়ে প্রবেশ করে বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয় পর্যন্ত অস্ত্র হাতে মহড়া দেয়। 

তারা রাস্তার পাশের একটি রেস্তোরাঁ, মুদির দোকান ও বাসাবাড়ির জানালার কাঁচ ভাঙচুর করে। পরে মাসদাইরের স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয়ে ঢুকেও ভাঙচুর চালায় হামলাকারীরা।

পুলিশ জানায়, এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪৫-৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা হয়েছে।

গ্রেপ্তার ২৯ আসামির মধ্যে এজাহারনামীয় আসামি ৪ জন। বাকিদের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহারনামীয় আসামিরা হলেন-মাসদাইর এলাকার শেরে বাংলা রোডের ইব্রাহিমের ছেলে সাব্বির ওরফে চশমা সাব্বির (২৭), ইসদাইরের গণি মোল্লার দুই ছেলে হান্নান মোল্লা (৩৫) ও মো. হোসেন (৩৪), ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকার আবুল খায়েরের ছেলে মো. চঞ্চল (৩২), গাবতলী আল-আমিনবাগ এলাকার মোতালেব বেপারীর ছেলে মো. সৌরভ (৩২), নারায়ণগঞ্জ সদর এলাকার মশিউর রহমান রনি (৪২), মাসদাইরের শেরে বাংলা রোডের বায়জিদ (২৬) ও রোহান (২৮)।

তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন হান্নান মোল্লা, মো. হোসেন, মো. সৌরভ ও চঞ্চল, বাকিরা পলাতক।

জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ডেইলি স্টারকে বলেন, 'আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। গ্রেপ্তার আসামিদের মধ্যে ৪ জন হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আগে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে।'

এদিকে ওই ঘটনার পর রোববার রাতে ৪ জনকে গ্রেপ্তার করে র‍্যাব। ওই ৪ জনকে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১১ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক কাজী শাহাবুদ্দীন আহম্মেদ জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

14 arrested over attacks, clashes in Gopalganj

At least 14 people have been arrested so far in connection with yesterday’s attack on NCP rally and subsequent clashes with law enforcers

13m ago