নাটোর

পাথরবোঝাই ট্রাক থেকে সাড়ে ৩ কেজি হেরোইন জব্দ

ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত

নাটোরে একটি পাথরবোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ে ওই ট্রাকটিকে আটক করা হয়। 

পুলিশ সুপার বলছেন, মাদক চোরাকারবারিদের নাটোরের সড়ক-মহাসড়ক ব্যবহার বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।

গত বছর নাটোরের লালপুর থেকে ১ কেজি ২৬ গ্রাম হেরোইন ও ৪০০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। 

চলতি মাসে নাটোরের সিংড়া থেকে ২৪০ কেজি গাঁজাসহ ৩ জনকে, হরিশপুর এলাকা থেকে ২০০ গ্রাম হেরোইনসহ ১ জনকে এবং গত মাসে নাটোরের স্টেশন বাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করে নাটোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

পুলিশ সুপার জানান, পাথরবোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে গাজীপুর যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেপ্তার ট্রাকচালক মো. সাগর আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার মিয়া সাহেবপাড়া গ্রামের এবং হেলপার সালাহ উদ্দিন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মনগাঁও গ্রামের বাসিন্দা।

জেলার অতিরিক্ত পুলিশ মো. মাইনুল ইসলাম বলেন, 'শহরের হরিশপুর বাইপাস এলাকায় চেকপোস্ট বসানো হয়েছিল। মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে পাথরবোঝাই ট্রাকটিকে থামতে সিগনাল দিলে চালক পালানোর চেষ্টা করে। এ সময় ট্রাকটিকে থামিয়ে ভেতরে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ট্রাকের ড্যাশবোর্ডের ভেতর ৯টি প্যাকেটে প্রায় ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

পাথরের মালিক কে এবং এ চোরাকারবারের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানতে তদন্ত চলছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

Bangladesh Bank purchased another $313 million from 22 commercial banks in an auction yesterday, reacting to the sharp drop in the US dollar rate.

7h ago