বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই আটক

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের পাথরের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
আজ সোমবার বিকেল ৪টার দিকে নগরীর শাকতলা গোবিন্দপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ মিয়া (৪০) পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক রফিকুল ইসলাম (তদন্ত) দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই মাসুমকে (২৮) আজ রাতে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, গোবিন্দপুর এলাকায় জমি ও বাড়ি নিয়ে জাহিদ ও মাসুমের প্রায়ই ঝগড়া হতো। এর জেরেই আজ দুপুরে জাহিদের বাড়িতে যান মাসুম। ২ জনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মাসুম জাহিদকে কাটা চামচ দিয়ে ও পরে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।
ঘটনার পর থেকে মাসুম পলাতক ছিলেন। পরে রাতে তাকে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে আটক করা হয় বলে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানিয়েছেন।
পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঘটনাটি রেললাইনে ঘটেছে এবং সেই কারণে রেলপুলিশ এর তদন্ত করছে।
Comments