আদালত প্রাঙ্গণে মিছিল-সমাবেশ নিষিদ্ধের আদেশ মেনে চলার নির্দেশ

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

সুপ্রিম কোর্টসহ সব অধস্তন আদালতে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে ২০০৫ সালে যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা কঠোরভাবে অনুসরণ করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বিএনপিপন্থী ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানির জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যূথী আদালতে আবেদন করলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

সুপ্রিম কোর্ট আবেদনের শুনানির জন্য ১৯ অক্টোবর দিন ধার্য করেছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. নাজমুল হুদা সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের ২ বিচারপতিকে নিয়ে 'অপমানজনক, অবমাননাকর ও অবমাননাকর' মন্তব্য করায় বিএনপিপন্থী ৭ আইনজীবীর বিরুদ্ধে আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন করেন।

গত ২৭ আগস্ট সপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) প্রাঙ্গণে আয়োজক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের ২ বিচারপতিকে নিয়ে মন্তব্যের জন্য ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ও তাদের শাস্তির জন্য আইনজীবী নাহিদ সুলতানা যুথির মাধ্যমে মো. নাজমুল হুদা আবেদনটি জমা দেন।

বিএনপিপন্থী ৭ আইনজীবী হলেন- মো. কায়সার কামাল, আব্দুল জামিল মোহাম্মদ আলী, ফাহিমা নাসরিন, মো. আব্দুল জব্বার ভূঁইয়া, মো. রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও গাজী কামরুল ইসলাম সজল।

সংবাদ সম্মেলনে বিএনপন্থি ৭ আইনজীবী সুপ্রিম কোর্টের ২ বিচারককে বিচারিক কার্য থেকে দূরে রাখার দাবি জানিয়ে বলেন, তা না হলে ৪৮ ঘণ্টা পর বিচারকদের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি পালন করা হবে।

 

Comments

The Daily Star  | English

Tajia procession marks holy Ashura in Dhaka amid tight security

Crowds began gathering at the site from the early hours, with many attending alongside their families and children

13m ago