মহানবীকে (সা.) নিয়ে বিজেপি নেতার মন্তব্য: বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে জুমার নামাজের পর একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে।
বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ। ছবি: পলাশ খান/স্টার

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে জুমার নামাজের পর একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে।

ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, বিক্ষোভকারীরা এসময় বিভিন্ন ধরনের স্লোগান দেন।

ছবি: পলাশ খান/স্টার

মিছিলটি বর্তমানে বিজয় নগরের দিক থেকে বায়তুল মোকাররমের দিকে যাচ্ছে।

ছবি: পলাশ খান/স্টার

মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভ শেষে আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। গণমিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে।

এ ছাড়াও, মহানবীকে (সা.) অবমাননার ঘটনায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানানো হয়েছে।
 

Comments