অপরাধ ও বিচার

৩ জেলা থেকে আনসার আল ইসলামের ৫ জন আটক

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

খুলনা বাগেরহাট ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৫ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৬ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আটককৃতরা হলেন, মো. তরিকুল ইসলাম (২৩), মো. আকাশ ওরফে আব্দুল্লাহ (২৩), তাজিমুদ্দিন ওরফে জসীম উদ্দীন (২১), ইসমাইল হাসান অনিক (২০), মো. রিপন (২০)। তারা পিরোজপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা বলে জানায় র‍্যাব।

র‍্যাব কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আটককৃতরা তালেবানে উদ্বুদ্ধ হয়ে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছিল। আটকেরা সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ভুল তথ্য দিয়ে আত্মীয়-স্বজন, বিভিন্ন মাদ্রাসা ও সদস্যদের নিকট থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করত।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Comments