আদালতে বিএনপি নেতা আমান, কর্মী-সমর্থকদের বের করে দিলো পুলিশ

দুপুর ১২টায় বিশেষ জজ আদালত-১ এ বিচারক মো. আবুল কাশেমের আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।
আদালতে বিএনপি নেতা আমান, কর্মী-সমর্থকদের বের করে দিলো পুলিশ
আজ রোববার সকালে ঢাকার নিম্ন আদালত চত্বর থেকে বিএনপি নেতাকর্মীদের বের করে দেয় পুলিশ | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

দুর্নীতির অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান।

আজ রোববার সকাল ১১টা ১০ মিনিটে তিনি আদালতে উপস্থিত হন। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকরা আদালত চত্বরে উপস্থিত হয়ে মিছিল করেন। এ সময় তারা আমানের ‍বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করে বকুল তলার প্রধান ফটকের বাইরে বের করে দেয়।

আমান উল্লাহ আমানের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ আমানউল্লাহ আমান বিশেষ জজ আদালত-১ এ আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করবেন। দুপুর ১২টায় বিশেষ জজ আদালত-১ এ বিচারক মো. আবুল কাশেমের আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।'

২০০৭ সালের ২১ জুন অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের বিবরণীতে তথ্য গোপনের দায়ে আমানউল্লাহ আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত।

অপরাধে প্ররোচনা দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হওয়ায় একই আদালত তার স্ত্রী সাবেরাকেও ৩ বছরের কারাদণ্ড দেন।

ওই দম্পতির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাদের দুর্নীতির অভিযোগ থেকে খালাস দেন।

২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে তাদের আপিলের ওপর নতুন করে শুনানির নির্দেশ দেন।

সম্প্রতি তাদের করা আপিল খারিজ করে বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট এবং দুই সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English

Heat stress jeopardises dairy industry

There are around 2.5 crore cows and 13 lakh to 14 lakh farmers in the country. Of the farmers, 3.5 lakh own large farms, according to the Dairy Farm Owners Association in Bangladesh.

50m ago