‘বিএনপি ক্যাডারভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে না’

ছবি: সংগৃহীত

বিএনপি ক্যাডারভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে না—মন্তব্য করে নেতাকর্মীদের উদ্দেশে দলটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, 'বিগত সরকার যা করেছে আমরাও যদি তাই করি, তাহলে পরিণতি হবে আরও ভয়াবহ।'

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'বিগত ১৭ বছর অত্যাচার নির্যাতন থেকে আমরা কেউ মুক্ত ছিলাম না। হাসিনার পতনের আগে ও পরে বিএনপি ক্ষমতার জন্য লড়াই করেনি। লড়াই করেছে নিরপেক্ষ নির্বাচনের জন্য। দীর্ঘ ১৭ বছর বিএনপির লড়াই ছিল অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য।'

'বিএনপি ক্যাডারভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে না। যারা জোর করে ক্ষমতায় ছিলেন, তাদের অনেক অপমান-অপদস্থ হয়ে বিদায় নিতে হয়েছে। অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বিগত সরকার যা করেছে, আমরাও যদি তা করি, তাহলে পরিণতি আরও ভয়াবহ হবে,' নেতাকর্মীদের উদ্দেশে বলেন তিনি।

শাহজাহান আরও বলেন, 'যারা দলের নেতাকর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি করেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি ক্যাডারভিত্তিক রাজনৈতিক দল নয়। এটা জনগণের দল।'

Comments

The Daily Star  | English

HRSS calls 2024 'one of Bangladesh's deadliest'

Rights group calls for enhanced safeguards for women, children and minorities

1h ago